নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী রেলওয়ে পশ্চিম জিএম দপ্তরের বার্তা বাহককে সাসপেন্ড করে তদন্ত দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পশ্চিম রেলওয়ে জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ । তিনি বলেন, সংবাদ প্রকাশ ও ভুক্তভুগিদের অভিযোগে প্রেক্ষিতে তাকে সাসপেন্ড করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্তের পর যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে ।
রাজশাহীতে এক প্রতারকের বিরুদ্ধে নিউজ করায় সে সামাজিক মাধ্যম ফেইসবুকে সাংবাদিক কে নিয়ে নানা অযুক্তিক ভিত্তিহীন তথ্য নিয়ে তর্ক করেন । সেই তর্কের যথাযত উত্তর দিলেও সে সাংবাদিককে হেয়পতিপন্ন করতে মরিয়া হয়ে উঠে । সেই প্রতারকের নাম জিয়াউর রহমান জিয়া ।সে পশ্চিম রেলওয়ে জিএম দপ্তরে বার্তা বাহক হিসাবে কর্মরত আছেন । যেভাবে সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে সম্মান হানির ভয় দেখিয়ে পুঠিয়া নন্দগাছি এলাকার কয়েকজনের নিকট চাঁদাবাজি করেছে, ঠিক সেই একইভাবে রাজশাহীর কয়েকজন সাংবাদিককে হয়রানির উদ্দেশ্যে নানা বাজে পোস্ট দিয়ে যাচ্ছেন । যা সরকারী কর্মচারী হিসাবে আইনবহির্ভুত । এছাড়াও তিনি সরকার বিরোধী নানা সময় নানা পোস্ট দিতেন ।
উল্লেখ্য যে গত কয়েকদিনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জিয়ার বিরুদ্ধে প্রতারনার নিউজ হয় । নিউজের বরাতে জানা যায়, কয়েকজনের নিকট থেকে রেলে চাকুরী দেওয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা আত্নস্বার্থ করেন জিয়া । ভুক্তভুগিদের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করেন সাংবাদিকরা । সংবাদ প্রকাশে বাধা প্রদানের লক্ষে সামাজিক মাধ্যমে নানা বাজে পোস্ট করেন জিয়া । ইতি মধ্যেই রাজশাহী মহানগর ডিবি ও পুঠিয়া থানায় তার বিরুদ্ধে অভিযোগ ও মামলা হয় । কখনো সাংবাদিক, কখনো মানবাদিকার কর্মী, আবার কখনো মন্ত্রীর পিএস পরিচয় বহন করে এই সকল প্রতারনা করতেন তিনি । যদিও সংবাদ প্রকাশের পর সাংবাদিকতার কার্ড প্রত্যাহার করে নিয়েছে কার্ড প্রকানকারী সংস্থা ।
এ বিষয়ে সাংবাদিক রেজাউল বলেন, আমরা সাংবাদিকরা অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করি। এরপর দেখি সেই প্রতারক যেসকল সাংবাদিক সংবাদ প্রকাশ করেছে তাদের নিয়ে সামাজিক মাধ্যমে অযুক্তিক কথা বার্তা লিখেছে । এটা সংবাদ প্রকাশের বাধা হিসেবেই দেখছে সাংবাদিকরা । পরে সাংবাদিকরা সামাজিক মাধ্যমের সেই সকল পোস্ট স্কিন সট নিয়ে পশ্চিম রেলের জিএমকে লিখিত আকারে অভিযোগ দিয়েছে ।
প্রসঙ্গত, পশ্চিম রেলওয়ে ভুক্তভুগিদের দেওয়া অভিযোগ তদন্ত করছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা । তদন্ত চলা অবস্থায় সে নানা ভাবে হয়রানি করছে সাংবাদিকদের যা পশ্চিম রেলের জিএমকে ফোনে অবগত করা হয়েছে । জিএম কঠোর ব্যবস্থা গ্রহনে আস্বাস্থ করেছেন ।
এ বিষয়ে পশ্চিম রেলের জিএম বলেন কোন ভাবেই তদন্ত চলা অবস্থায় ভুক্তভুগি অথবা সাংবাদিক কে হয়রানি করা যাবে না । তদন্ত প্রভাবিত করতে সে এই সব করছে, তাকে সাসপেন্ড করা হয়েছে । তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে ।