নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন একাডেমির অফিস সহায়ক সেলিম সারোয়ার।
রবিবার (২০ জুন) রাজশাহী শিশু একাডেমি আয়োজিত জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ পুরস্কার বিতরণ করেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বেতারের সংবাদ পাঠক ও উপস্থাপক আব্দুর রোকন হাসান মাসুম।
স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এ সময় আরো উপস্থিত ছিলেন একাডেমির প্রশিক্ষক যতন কুমার পাল, কাবেরী দেবনাথ, পীযুষ কুমার দে, বিপাশা তালুকদার প্রমুখ।
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর ভালো কর্মকান্ড ও আচরণের বিচার বিশ্লেষণে জাতীয় শুদ্ধাচার পুরস্কার এবছর-ই বাংলাদেশ শিশু একাডেমিতে চালু হয়েছে ।