আভা ডেস্কঃ ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। করোনা পরিস্থিতির কারণে ফল প্রকাশের কার্যক্রম কিছুটা বিলম্ব হলেও শিগগিরই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)
বুধবার (৯ সেপ্টেম্বর) পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, করোনা পরিস্থিতির কারণে ৪০তম বিসিএসের ফল কিছুটা বিলম্ব হয়েছে। শুরুতে সংশ্লিষ্টদের মধ্যে অনেকে পরীক্ষার খাতা দেখতে আগ্রহী হয়নি বলে এখনো লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে বর্তমানে পিএসসির এজন সদস্যের নেতৃত্বে খাতা মূল্যায়নের কাজ চলছে।
তিনি বলেন, সব প্রতিকূলতার পরও খাতা মূল্যায়নের কাজ অব্যাহত রাখা হয়েছে। বর্তমানে প্রধান ধাপে খাতা মূল্যায়ন শেষে দ্বিতীয় ধাপে মূল্যায়ন করা হচ্ছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, দ্বিতীয় ধাপের খাতা মূল্যায়ন কাজ সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে। অক্টোবরের মধ্যে ৪০ বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।
৪০তম বিবিএসের পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা গত ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিত হয়। গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ৪০তম বিসিএসে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী।