নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে এক যাত্রীর থেকে একটি পিস্তল ও ২৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসএম হাসান (৭০) নামের এক যাত্রীর থেকে বিমানবন্দেরের প্রথম গেটেই তল্লাশী সময় নিরাপত্তা কর্মীরা জব্দ করে অস্ত্র। তবে এসএম হাসানের পিস্তলের বৈধ লাইসেন্স রয়েছে। ওই যাত্রী বিমানে যাত্রা করেছেন।
তিনি আরো বলেন, বয়স বেশি হওয়ায় সম্ভবত বঝুতে পারেনি নিরাপত্তা কর্মীদের কথা। তাই অস্ত্র জমা না দিয়ে ঢুকে পরে। বর্তমানে অস্ত্র বিমানবন্দেরে রয়েছে। যেহেতু বৈধ লাইসেন্স রয়েছে তিনি আসলে বুঝিয়ে দেওয়া হবে।
এস/এল