নিজস্ব প্রতিনিধিঃ গভীর রাতে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ পাওয়া গেছে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম কালুর বিরুদ্ধে।
গতকাল বুধবার দুপুরে আব্দুল জাব্বার নামে স্থানীয় এক ব্যবসায়ী নিজেকে জমিটির মালিক দাবি করে এমন অভিযোগ করেন।
নগরীর বোয়ালিয়াপাড়া এলাকার ওই জমিটির ব্যাপারে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।
ব্যবসায়ী আব্দুল জাব্বার বলেন,আমার বাবা মৃত আব্দুল জলিল ১৯৭২ সালে ৩৯ শতক জমি ক্রয় করেন। পরের বছর ১৯৭৩ সালে ৩৪ শতক জমি আমার নামে লিখে দেন।তখন থেকেই আমি জমিটির মালিক।হঠাৎ গত বছর সুলতানাবাদ ইসলামিয়া মাদ্রাসা কমিটির লোকজন জমিটি মাদ্রার বলে দাবি করে।আমি কাগজপত্র মিলিয়ে ওই বছরের জুন মাসে আদালতে একটি মামলা করি।
আব্দুল জাব্বার জানান, স্থানীয় কাউন্সিলর রবিউল ইসলাম মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি। আদালতে মামলা বিচারাধীন থাকার পরও তিনি জমিটি দখলে নেয়ার চেষ্টা করছেন।এমনকি আইন লঙ্ঘন করে সেখানকার পুকুরটি ভরাট করছেন রাতের আঁধারে।
রবিউলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে পুকুর ভরাট বন্ধের দাবি জানিয়েছেন আব্দুল জাব্বার।
এ বিষয়ে রাসিকের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম কালু অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ডাস্টবিনের আবর্জনার কারণে পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাছাড়া দিনে গাড়ি ঢুকলে সেখানকার লোকজনের অসুবিধা হবে। সেজন্য রাতেই পুকুরটি ভরাট করা হচ্ছে।