রাজশাহী বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সোমবার বিভাগের বগুড়া জেলায় তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জে একজনের মৃত্যু হওয়ায় এখন মোট মৃতের সংখ্যা ২০১ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ পর্যন্ত বগুড়ায় সর্বোচ্চ ১২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০ জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে দুইজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

সোমবার বিভাগে নতুন ১৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯০ জনের বাড়ি বগুড়ায়। এছাড়া রাজশাহীর ৫১ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর তিনজন, জয়পুরহাটের তিনজন, সিরাজগঞ্জের ১০ জন এবং পাবনার পাঁচজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৬৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৩৯২ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩ হাজার ৬৮৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৪৯ জন, নওগাঁয় এক হাজার দুইজন, নাটোরে ৬২৮ জন, জয়পুরহাটে ৮১৯ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৬০৯ জন এবং পাবনায় ৮৮০ জন শনাক্ত হয়েছেন।

সোমবার বিভাগের ২৩৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১৯৬ জনেরই বাড়ি বগুড়ায়। এর বাইরে রাজশাহীর ১১ জন, নওগাঁর আটজন, নাটোরের ১৪ জন এবং সিরাজগঞ্জ ও পাবনার তিনজন করে ব্যক্তি করোনামুক্ত হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৯ হাজার ১৪৯ জন। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৮৯১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩০২ জন, নওগাঁর ৮৭৪ জন, নাটোরের ২৭৬ জন, জয়পুরহাটের ২১১ জন, বগুড়ার ৪ হাজার ১৮২ জন, সিরাজগঞ্জের ৭৫৩ জন এবং পাবনার ৬৬০ জন করোনামুক্ত হয়েছেন।

Next Post

এবারের দুই সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাব

মঙ্গল আগস্ট ১১ , ২০২০
আভা ডেস্কঃ এ বছর জেএসসি-জেডিসি এবং পিইসি- ইবতেদায়ী সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাব দিয়েছে দুই মন্ত্রণালয়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রীই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। করোনার কারণে গত ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। স্থগিত হয়ে আছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী নভেম্বর মাসে […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links