নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ২ জন, পুঠিয়া থানা ৩ জন, বাগমারা থানা ৩ জন, দুর্গাপুর থানা ৪ জন, চারঘাট মডেল থানা ৪ জন, বাঘা থানা ৫ জনকে আটক করে। যার মধ্যে ২৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও মাদকদ্রব্যসহ ১ জন ও ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এভি-১