নিজস্ব প্রতিনিধি: রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র “সম্মেলন কক্ষে” ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করা হয়।
২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বেলা সাড়ে এগারো টায় প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (কর নীতি) এ কে এম বদিউল আলম, সম্মানিত সদস্য (মূসক নীতি) ড. মোঃ আবদুর রউফ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কর- আপিল অঞ্চল রাজশাহীর কর কমিশনার (আপিল) মোহাম্মদ মাহমুদুজ্জামান, কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার মোঃ আবু সাইদ সোহেল, কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী শাখার সম্মানিত কমিশনার মোঃ আবদুল হাকিম, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ প্রমূখ।
নতুন উদ্যোক্তা সৃষ্টি লক্ষ্যে প্রাক বাজেট আলোচনা সভায় বক্তারা মুক্ত আলোচনায় ভ্যাট কমানোসহ সোনামসজিদ পোর্ট ঢেলে সাজানোর আহ্বান জানান। প্রায় ১ কোটি ব্যবসায়ী ভ্যাটের বাহিরে আছে তাঁদেরও ভ্যাটের আওতায় আনার দাবি তুলেন বক্তারা।
আলোচনা শেষে প্রধান অতিথি আবদুর রহমান খান বলেন, ব্যবসায়ীদের সুবিধার্থে তাঁদের দাবিগুলো যৌক্তিক। আমরা এসব পুরোনে কাজ করবো। কর কমানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াজ আহমেদ খান।