আভা ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরো ২২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টার মধ্যে তারা মারা যান বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।
তিনি বলেন, তাদের পাঁচজনের পজেটিভ ছিল। অন্যরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। তাদের ১৪ জনই রাজশাহীর। তাদের ১২ জন পুরুষ ও ১০ জন নারী। ৯ জনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের দু’জন আর ২১ থেকে ৩০ বছরের তিনজন রয়েছেন।
শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ভর্তি হয়েছেন ৬৬ জন। তাদের মধ্যে রাজশাহীর ৪৭ জন। বিভাগের অন্যান্য জেলা থেকে আছেন দুই-চারজন করে। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন।
বুধবার সকাল ৬টা পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন ছিলেন ৪৬২ জন। তাদের মধ্যে রাজশাহীর ৩০৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৫ জন, নওগাঁর ৪৩ জন, পাবনার ১৬ জন। অন্যরা অন্যান্য জেলার।
তাছাড়া আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।