নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর দুইটি ল্যাবে (বর্হিবিভাগ ও রামেক হাসপাতাল কলেজ) আরও ৪৪ জনের নমুনায় করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর ২৯ জন, পাবনার ১ জন ও নাটোরের ১৪ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে রোববার তাদের নমুনা পরীক্ষা করা হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানান।
রাজশাহী জেলার ২৯ জনের মধ্যে নগরের ২৭ জন, পবার একজন ও গোদাগাড়ীতে একজন। নতুন ২৯ জন নিয়ে জেলায় করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ২৬৬ জনে। এর মধ্যে নগরের ১৪৬ জন। রাজশাহীতে নতুন আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব তথ্যঃ
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষা ল্যাবে আরও ২১ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে রাজশাহী জেলারই ৬জন। রবিবার (২১ জুন) ল্যাবটির ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার দুই সিফটে পরীক্ষা করে মোট ১৮৫ জনের নমুনার ফল পাওয়া গেছে। যেখানে ২১ জনের করোনা পজিটিভ। এদের মধ্যে রাজশাহী নগরীর ৪জন, গোদাগাড়ীর ১জন, পবার ১জন। এছাড়া নাটোরে ১৪ জন ও পাবনার ১জন।
বর্হিবিভাগের তথ্য অনুযায়ীঃ
হাসপাতালের বর্হিবিভাগ ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। মধ্যে ২৩ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে দুইজন চিকিৎসকসহ সবায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বসবাস করে।