রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে র‍্যাব-৫ এর নবাগত অধিনায়কের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে র‍্যাব-৫ এর নবাগত অধিনায়কের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ র‍্যাব-৫ এর কার্যালয়ে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত অধিনায়ক পুর্বের সফলতা তুলে ধরেন এবং পরবর্তীতে সফলভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি জানান, র‌্যাব-৫ তার সূচনালগ্ন থেকেই জঙ্গি, মাদক এবং সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। র‌্যাবের কঠোর গোয়েন্দা নজরদারি ও অভিযানের ফলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসবাদ সংগঠনগুলোর নেতা কর্মীরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়েও বার বার ব্যর্থ হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হয়েছে।

গত (জানুয়ারি ২০২১ হতে মার্চ ২০২২ তারিখ) পর্যন্ত  র‍্যাব-৫,  ২৭ জন জঙ্গি গ্রেফতার, ২৫২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১,২৪৮ রাউন্ড গুলি, ১০৪টি ম্যাগজিন, ১৩১ কেজি ৪৬০ গ্রাম হেরোইন, ১৬,৬৯৭ বোতল ফেন্সিডিল, ১,৫৪,৯৫৮ পিছ ইয়াবা ট্যাবলেট, ১,৩৪৫ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ৭৫,৯৬১ লিটার দেশী মদ, ৩২৬ বোতল বিদেশী মদ, ৩২৭ ক্যান বিয়ার, ১২,৬৮৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২,৭৫৬টি ব্রুপিনরফিন ইঞ্জেকশন উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সাজাপ্রাপ্ত পলাতক আসামী, ভেজাল ব্যবসায়ী, ভুয়া ডাক্তার, প্রতারক, চোরাকারবারী, হত্যা ও ধর্ষণ মামলার আসামী এবং জুয়াড়ী ছাড়াও বিভিন্ন অপরাধীসহ সর্বমোট ৪০৩৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং দেশবাসীর প্রশংসা অর্জন করে।

আজ ১২ মার্চ মতবিনিময় সভায় লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ার, (পিএসসি) বলেন,  গত ১০ মার্চ ২০২২ তারিখে র‌্যাব-৫ এর অধিনায়ক হিসেবে যোগদান করি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে ইউনিট ও অন্যান্য পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ সেনাবাহিনীর একটি গোলন্দাজ রেজিমেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও সেনাবাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলাম। অপরদিকে র‌্যাবে পূর্বেও দীর্ঘসময় দায়িত্বরত ছিলাম এবং বিভিন্ন চাঞ্চল্যকর অভিযান পরিচালনা করে দেশের শান্তি শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছি।  র‌্যাব-৫ এর অধিনায়ক হিসেবে যোগদানের পূর্বে র‌্যাব সদর দপ্তরের যোগাযোগ উইং এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলেও জানান তিনি।

পরিশেষে, নবাগত এই অধিনায়ক বলেন, আমি সকল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক ভাইদের আশ্বস্ত করতে চাই যে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায়  জঙ্গিবাদ দমন, সংঘবদ্ধ অপরাধীদের গ্রেফতার, অবৈধ মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো। আমি মনে করি, র‌্যাব-৫, রাজশাহী এর ধারাবাহিক সফলতার পিছনে মিডিয়া এবং গণমাধ্যমের ভূমিকা অনিস্বীকার্য। কাজেই আপনাদের নিকট থেকে পূর্বের ন্যায় সার্বিক সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভা রাজশাহী বিভিন্ন গণমাধ্যমে কমরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Next Post

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত, র‍্যাব অভিযানে আটক-২

শনি মার্চ ১২ , ২০২২
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে চাঞ্চল্যকর ছুরিকাঘাত ঘটনার অন্যতম ২ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ৯ মার্চ রাত ১১টার দিকে মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়া এনআর ছাত্রাবাসে নামাজপড়াকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। আহত ওই শিক্ষার্থীর হলেন রাবির পদার্থ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র নাফিউল হক নাফি (২০)। তাকে […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links