নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে র্যাব-৫ এর নবাগত অধিনায়কের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ র্যাব-৫ এর কার্যালয়ে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত অধিনায়ক পুর্বের সফলতা তুলে ধরেন এবং পরবর্তীতে সফলভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি জানান, র্যাব-৫ তার সূচনালগ্ন থেকেই জঙ্গি, মাদক এবং সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। র্যাবের কঠোর গোয়েন্দা নজরদারি ও অভিযানের ফলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি, মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসবাদ সংগঠনগুলোর নেতা কর্মীরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়েও বার বার ব্যর্থ হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হয়েছে।
গত (জানুয়ারি ২০২১ হতে মার্চ ২০২২ তারিখ) পর্যন্ত র্যাব-৫, ২৭ জন জঙ্গি গ্রেফতার, ২৫২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১,২৪৮ রাউন্ড গুলি, ১০৪টি ম্যাগজিন, ১৩১ কেজি ৪৬০ গ্রাম হেরোইন, ১৬,৬৯৭ বোতল ফেন্সিডিল, ১,৫৪,৯৫৮ পিছ ইয়াবা ট্যাবলেট, ১,৩৪৫ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ৭৫,৯৬১ লিটার দেশী মদ, ৩২৬ বোতল বিদেশী মদ, ৩২৭ ক্যান বিয়ার, ১২,৬৮৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২,৭৫৬টি ব্রুপিনরফিন ইঞ্জেকশন উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সাজাপ্রাপ্ত পলাতক আসামী, ভেজাল ব্যবসায়ী, ভুয়া ডাক্তার, প্রতারক, চোরাকারবারী, হত্যা ও ধর্ষণ মামলার আসামী এবং জুয়াড়ী ছাড়াও বিভিন্ন অপরাধীসহ সর্বমোট ৪০৩৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং দেশবাসীর প্রশংসা অর্জন করে।