নিজেস্ব প্রতিনিধি:রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ইউনিট ও সংশ্লিষ্ট থানা পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন সময় চুরি, ছিনতাই এবং হারিয়ে যাওয়া ৮৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টায় নগরীর আরএমপি কমিশনার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
অনুষ্ঠানে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা জানান, নগরীর বিভিন্ন থানায় করা জিডি ও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। এরপর প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান পরিচালিত হয়।
কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের হারানো জিনিস ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ যেন পুলিশের প্রতি আস্থা রাখে, সে জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, মোবাইল হারিয়ে গেলে নাগরিকদের উচিত নিকটস্থ থানায় জিডি করা এবং আইএমইআই নম্বর সংরক্ষণ রাখা, যাতে ভবিষ্যতে উদ্ধার সহজ হয়।
হস্তান্তরকৃত মোবাইলগুলো গ্রহণ করে অনেকে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক ভুক্তভোগী বলেন, “আমি ভাবিনি আমার মোবাইল ফিরে পাবো। আরএমপি ও সাইবার ইউনিটকে ধন্যবাদ।”
অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, সাইবার ইউনিটের কর্মকর্তারা এবং ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।