আভা ডেস্কঃ অস্টিয়ার ভিয়েনায় বাংলা কমিউনিটির অভিভাবক, সমাজ সেবক শাহ মোহাম্মদ ফরহাদ পরলোকগমন করেছেন। সদা হাসোজ্জল মানুষটি এখন আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। গতকাল স্থানীয় সময় সকাল ৯ টায় ভিয়েনার ভিলহেইম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মুকুট বিহীন এ সম্রাট মৃত্যুবরন করেন।
প্রবাসী সাংবাদিক আহমেদ ফিরোজ জানান, তিনি ছিলেন মুকুট বিহীন সম্রাট বাংলা কমিউনিটিতে তার অবদানের কথা বলে শেষ করা যাবেনা। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শাহ মোহাম্মদ ফরহাদের মৃত্যুতে ভিয়েনা বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক সংগঠন শাহ মোহাম্মদ ফরহাদের মৃত্যুতেশোক প্রকাশ করেছেন।
জানা যায়, শাহ মোহাম্মদ ফরহাদ ১৯৮২ সালে বাংলাদেশ থেকে ভিয়েনাতে আসেন। এরপর ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে দীর্ঘ দিন চাকুরী করেছেন। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি গঠনে তার ভূমিকা ছিল অপরিসীম । তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সমাজ সেবা করেছেন। বিশেষ করে ভিয়েনায় যেসব বাংলাদেশি অবৈধভাবে বসবাস করতেন তাদেরকে বৈধভাবে থাকার জন্য সহযোগিতা করেছন।
প্রবাসী বাংলাদেশিরা জানান, ভিয়েনার বাংলাদেশিরা সত্যিকারের একজন অভিভাবক হারিয়েছেন। প্রতিটি বাংলাদেশির বিপদে সবার আগে এগিয়ে আসতেন শাহ মোহাম্মদ ফরহাদ। পাশাপাশি বিনামূল্যে মানুষকে আইনি সহায়তা দিতেন। এছাড়াও তিনি ছিলেন বায়তুল মোকারম জামে মসজিদ কমিটির সভাপতি। প্রবাসীরা মনে করেন এ ক্ষতি কোনদিন পূরণ হবার নয়। আগামী ১৫ মে শাহ মোহাম্মদ ফরহাদের জানাযা হওয়ার কথা রয়েছে।
সুত্রঃ যুগান্তর
রবি মে ১২ , ২০১৯
আভা ডেস্কঃ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করায় রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকার বিশাল ফুড ইন্ডাসট্রিজকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানাকৃত টাকা আদায় করা হয়। রোববার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত র্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। র্যাব জানায়, কিছুদিন আগে […]
এই রকম আরও খবর
-
১৯ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫৬ অপরাহ্ন
-
১০ জানুয়ারি, ২০২০, ১০:৪৬ অপরাহ্ন
-
৮ ডিসেম্বর, ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন
-
২৬ জানুয়ারি, ২০২০, ৫:৫০ অপরাহ্ন
-
১২ জুন, ২০১৯, ১০:৪১ অপরাহ্ন
-
৪ মে, ২০১৯, ১০:৩১ অপরাহ্ন