আভা ডেস্ক: কোতিফ টুর্নামেন্টে গ্রুপপর্বে ভারতের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। এর পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভবিষ্যতের মেসিদের। শিরোপা জিতে সেই সমালোচনার জবাব দিলেন তারা।
শিরোপা নির্ধারণী ম্যাচে রাশিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেন ফাকুন্দো কলিদিও। বাকিটি এসেছে অ্যালান মারিনেলির পা থেকে।
ফাইনালি লড়াই হয়েছে ফাইনালের মতোই। ম্যাচের পরতে পরতে ছড়িয়ে ছিল নাটক আর রোমাঞ্চ। আক্রমণ পাল্টাআক্রমণে এগিয়েছে খেলা। ১১ মিনিটেই রাশিয়াকে লিড এনে দেন ইগোর দিভিভ।
তবে রুশদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১ মিনিট পরেই গোল পরিশোধ করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান কলিদিও। এর পর একে অপরের শিবিরে ত্রাস ছড়ালেও নির্ধারিত ৯০ মিনিটে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি আর কোনো দলই।
ফলে ম্যাচ নিষ্পত্তির জন্য দ্বারস্থ হতে হয় অতিরিক্ত সময়ের। এর প্রথমার্ধেও গোলের দেখা মেলেনি। ঠিক পরেই কপাল পুড়ে রাশিয়ার। সফল নিশানাভেদে আলবিসেলেস্তেদের আনন্দে ভাসান মারিনেলি। তার ওই গোলেই শিরোপা নিশ্চিত হয় ছয়বারের চ্যাম্পিয়নদের।
এ টুর্নামেন্টে আর্জেন্টিনা যুবদলের কোচ ছিলেন লিওনেল স্কালোনি। তিনি বলেন, আমরা একটি পরিচয় তৈরি করতে চেয়েছিলাম। আর্জেন্টিনার জার্সির প্রতি সম্মান জানাতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। শেষ পর্যন্ত তা পেরেছি। আশা করছি, আমাদের ফুটবল সঠিক কক্ষপথেই আছে।
আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্বও পেয়েছেন স্কালোনি। যুবদের সাফল্য এনে দিলেন এখন মেসি-দিবালাদের কী উপহার দেন- এখন তাই দেখার বিষয়।
যুগান্তর