নাসির হোসেন, বগুড়াঃ বগুড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সকালে শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় ৩ ঘণ্টার ব্যবধানে এই পৃথক অভিযান চালানো হয়। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, নগদ অর্থ উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও কার্ভাটভ্যান জব্দ করা হয়।
শনিবার ভোর ৫ টার সময় মাটিডালি বিমান মোড় থেকে যশোরের তপসীডাঙ্গার আলমগীর কবিরের ছেলে নাজমুর কবির বাপ্পী ও গাইবান্ধার সাঘাটার ফলিয়া সরকারপাড়ার মৃত আরজান আলীর ছেলে ফিরিজুল ইসলামকে ৪৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে র্যাবের একটি টিম।
এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন, ৪ টি সিমকার্ড, নগদ ৩৬০০ টাকা উদ্ধার ও একটি কার্ভাটভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৯০৩৬) জব্দ করা হয়। পরে সকাল ৯ টার সময় র্যাবের অপর একটি টিম একই জায়গায় অভিযান চালিয়ে ৮৮৫ বোতল ফেন্সিডিলসহ কুমিল্লার মেঘনা থানার রাধানগরের আব্দুর রহিমের ছেলে কবির হোসেন (২৮) ও চাঁদপুরের পূর্বছিরামদির মৃত হাসান মিজির ছেলে বাবলু মিজিকে ( ৪০ ) গ্রেফতার করে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী বলেন, গ্রেফতারকৃত চার যুবক দীর্ঘদিন ধরেই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।