বগুড়ার নন্দিগ্রামে এমপি মোশারফের ফ্রেন্ডস্ সমাজ উন্নয়ন সংস্থার নতুন অফিস উদ্ভোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত-শুক্রবার ৭ আগষ্ট সন্ধায় বগুড়ার নন্দিগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের বীরপলিতে স্বেচ্ছাসেবী যুবকদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা “ফ্রেন্ডস্ ব্লাড ডোনার ক্লাবের” মূল সংগঠন “ফ্রেন্ডস্ সমাজ উন্নয়ন সংস্থার” নতুন অফিস উদ্ভোধন উপলক্ষ্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে ফিতা কেটে নতুন অফিসের শুভ উদ্ভোধন করেন কাহালু-নন্দীগ্রাম ৩৯, বগুড়া-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।

প্রধান অতিথি এমপি মোশারফ হোসেন বলেন, করোনাকে ভয় নয়, সতর্ক থাকুন। বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকুন । আমি জনগনের ভোটে এমপি নির্বাচিত হয়েছি , আমি জনগনের সেবা করে যেতে চাই সারাজীবন। আমি মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। আপনারা যেকোন সমস্যায় আমার কাছে আসবেন আমি আমার সাধ্যমতো  সমাধান করার চেষ্টা করবো। সেইসাথে তিনি  আরো বলেন, সমাজে এরকম স্বেচ্ছাসেবী সংগঠন থাকা দরকার। এইসব সংগঠন থাকলে যুবকরা মাদক থেকে দুরে থাকবে। দুস্থ অসহায় মানুষ বিশুদ্ধ তাজা রক্ত পাবে। সমাজকে মাদক মুক্ত সুন্দর করে গড়ে তোলার আশা রেখে বলেন, এই সংস্থার যখন যা প্রয়োজন আমাকে জানালে আমি যথাযত ভাবে তা পুরণ করার চেষ্টা করবো বলে আশ্বাস দেন তিনি।

এ সময় আরো বক্তব্য রাখেন ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপির আহব্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলাউদ্দিন সরকার, আলহাজ্ব মোঃ আশরাফ আলী মাষ্টার, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মতিউর রহমান মুসা।

সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা ২০১৪ সাল থেকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে, দুস্থ মানুষদের সহযোগীতা করে আসছি। রক্তদান থেকে শুরুকরে মাদক বিরোধ, বাল্য বিবাহের কুফলের পরামর্শ, বৃক্ষরোপণ, ত্রাণ সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছি।আমরা এখন পর্যন্ত কোন জনপ্রতিনিধি বা উপর মহলের সহযোগীতা পাইনি। সাধারন মানুষের সহযোগীতা ও দোয়া নিয়ে আমরা আজও চেষ্টা করে যাচ্ছি মানুষের সেবা করার।  আমি চাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন, আমাদের সহযোগীতা করুন, সেই সাথে এমপি মহোদয়কে সু-দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি। ঐ সময় স্থানীয় ব্যাক্তি বর্গ ছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য মোঃ হাফিজার রহমান শাহিন, মোঃ মশিউর রহমান, শাজাহান আলী, আনিছুর রহমান, ছাত্রনেতা তারেক, দাতা সদস্য প্রকৌশলী আবু ইফতিয়ার ঈসান, ব্যবসায়ী আলহাজ্ব মোঃ রুহুল আমিন, ব্যবসায়ী মোঃ লুৎফর রহমান, ব্যবসায়ী দুলাল, সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নূরুন্নবী, প্রতিষ্ঠাতা সদস্য উমর ফারুক, কোষাধক্ষ্য মোঃ মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক নুরুল আমিন, সদস্য নাঈম, সাগড়, সাদ্দাম, সিরাজুল, জাহিদ, মজনু, নজরুল, নিতাই, তুষার, সৈকত, জাকারিয়া, আল-ইমরান, ওহেদ, ফারুক, সফিক, প্রমূখ

 

 

Next Post

করোনা শনাক্তের ১৫৫তম দিনে আরও ৩২ জনের মৃত্যু ।

শনি আগস্ট ৮ , ২০২০
আভা ডেস্কঃ দেশে করোনা শনাক্তের ১৫৫তম দিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৫ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনের। শনিবার (৮ আগস্ট) মহাখালী থেকে […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links