নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযানে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।
নাচোল ও ভোলাহাট থানা পুলিশ পৃথক অভিযানে এই মাদক উদ্ধার করেন। ১২ নভেম্বর নাচোল থানা পুলিশ ম্যালাডাঙ্গা গ্রাম হতে আসামী ফারুক হোসেন (৪০) কে আটক করেন। সে ম্যালাডাঙ্গা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। তার নিকট থেকে ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানা পুলিশ।
একই তারিখে সকালে ভোলাহাট থানা পুলিশ বড়জামবাড়িয়া গ্রামস্থ লালটু মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে সেলিম রেজা (৩১) কে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। আটক সেলিম রেজা হরিদা গাছি গ্রামের মৃত আঃ সামাদ মোল্লার ছেলে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।