নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ২৩ শে ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের ৪র্থ ধাপের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু, ৩নং ভাটরা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারী, ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান নান্টু ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী।
উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ১নং বুড়ইল ইউনিয়নের সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে উক্ত ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছেনা, বাঁকী ৪টি ইউনিয়নে উক্ত প্রার্থীরা বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চূড়ান্ত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।