নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে এক কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৭শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর বাজারে মেসার্স রিয়াদ ট্রেডার্সে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় কীটনাশক ব্যবসায়ী আলী আজম কে ১০ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান। এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি এই প্রতিবেদককে বলেন, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করা যাবেনা, এক্ষেত্রে আইন মানতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।