নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে আরব আলী হোটেলে অভিযান পারিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৫ শে আগস্ট (সোমবার) বিকাল সাড়ে ৩টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দৃশ্যমান স্থানে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দই-মিষ্টিসহ অন্যান্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান আরব আলী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আরব আলী কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
প্রসিকিউটর হিসেবে ছিলেন জামিল উদ্দিন সেনিটারী ইন্সপেক্টর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) নন্দীগ্রাম, বগুড়া।