নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজশাহীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (৬ জুন) এক বার্তার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে এ শুভেচ্ছা জানান তিনি।
বার্তায় তিনি জানান, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা। এ ঈদে মুসলমান সম্প্রদায়ের মানুষ আনন্দের সাথে ধর্মীয় বিধান মোতাবেক পশু কোরবানি করেন।
এবারের ঈদে রাজশাহীবাসী ও দেশবাসীকে দেশপ্রেমের স্বার্থে সকলকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ ভাবে আহ্বান জানান। তিনি বলেন, আপনারা পশু কোরবানির জন্যে নির্ধারিত স্থানে কোরবানির কাজ শেষে পশুর রক্ত ও বর্জ্য নিষ্কাশন করে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করবেন।
নগরবাসীর উদ্দেশ্যে বলেন, ঈদে সকলের সাথে বিনয়ী আচরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, কোন রকম বিবাদ/দলগত মারামারি করা থেকে বিরত থাকবেন, মাদক সেবন থেকে বিরত থাকবেন, মাদক প্রতিরোধে সামাজিকভাবে গুরুত্ব বাড়াবেন, দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া মোটরসাইকেল না চালিয়ে ট্রাফিক আইন মেনে সচেতনতার সহিত ভ্রমন করবেন, অগ্নিকান্ড/পুকুরে ডোবা বিষয়ে সর্তকতা অবলম্বন করবেন।
এ বার্তার মাধ্যমে ঈদ-উল-আজহা উপলক্ষে রাজশাহীবাসী সহ সারা দেশবাসীকে জানাই ঈদ মোবারক।