আভা ডেস্কঃ “চাকরি নয়, সেবা” এই স্লোগানকে সামনে রেখে ০৮ নভেম্বর ত রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী জেলায় ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার। প্রার্থীদের অনেকে তাদের তাৎক্ষনিক অনুভুতি জানান। মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তারা আবেগপ্রবণ হয়ে পড়েন। পুলিশ সুপার পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহবান জানান।
উল্লেখ্য যে, রাজশাহী জেলা পুলিশে কনস্টেবল পদে ৫৪ জন শুন্যপদের বিপরীতে অনলাইনে রাজশাহীর মোট ৯৬৫৬ জন আবেদন করেন। নতুন নিয়মে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২১৬০ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা পরীক্ষা ও লিখিত পরীক্ষা শেষে ১৫২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করেন।