নিজস্ব প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদ্য মনোনীত প্রেসিডিয়াম সদস্য জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান। এসময় তাঁরা ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী মহানগরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।