ঝালকাঠি প্রতিনিধি: নলছিটিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ শিকারের অপরাধে ৩ জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ জেলেকে অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
২০ অক্টোবর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ সাখাওয়াত হোসেন’র ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা উপজেলার দপদপিয়ার ইউনিয়নের কুমারখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযানের সময় প্রায় ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পোড়ানো এবং জব্দ ৫ কেজি মা ইলিশ ইয়াতিম শিশুদের মাঝে বিলি করা হয়েছে । অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট’র সাথে ছিলেন নলছিটি থানা পুলিশ পরিদর্শক ও চার্জ অফিসার আবদুল হালিম তালুকদার, সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রী,নলছিটি থানার এএসআই মোহম্মদ ইউসুফ ,উপজেলা নির্বাহী অফিসারের নাজির মোহম্মদ নাজিম উদ্দিন খান ,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব ও শাহিন পঞ্চায়েত।