নিজস্ব প্রতিনিধিঃ র্যাব-৫ এর একটি অভিযান পরিচালনা করে ব্ল্যাকমেইলিং চক্রের তিন সদস্যকে আটক করেন। এ সময় আটক ব্যক্তিদের নিকট জিম্মি ভিকটিমকে উদ্ধারও করেন র্যাব। প্রতারকদের নিকট থেকে লুকানো ভিডিও তৈরীর ক্যামেরা ১টি, কালো মুখোশ ১টি, কনডম ৪ প্যাকেট, পেনড্রাইভ ২টি, যৌন উত্তেজক সিরাপ ৫ বোতল, ডায়েরী ১টি, মোবাইল সেট ৫টি, সীম কার্ড ৬টি, ব্ল্যাক্মেইলিং অর্থ ১১,০০০/- (এগার হাজার) টাকা, উদ্ধার হয়।
আটকরা হলেন, ১। মোঃ সুমন আহম্মদ (২৯), পিতা-আব্দুল মজিদ, মহিলা আসামী, ২। মোসাঃ মৌসুমী আক্তার (২০), স্বামী-মোঃ সুমন আহম্মদ, উভয় সাং-গুলশানমোড়, ৩। মিনু আক্তার (১৯), স্বামী-মোঃ মেহেদী হাসান, সাং-তাঁতীপাড়া, সর্ব থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট।
ধৃত প্রতারক ব্ল্যাকমেইলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও র্যাব নিশ্চিত করেছে।