জন্মদিনে জেনে নিন ক্রিকেট রাজপুত্রের অজানা তথ্য!

রাপ্র ডেস্ক: ২০০৭ সালের ১৯ এপ্রিল ২২ গজ থেকে অবসর নিয়েছিলেন তিনি। তার এক দশকের বেশি সময় পরও অটুট তার রেকর্ড। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০০ করেছিলেন ব্রায়ান লারা। আজও আন্তর্জাতিক টেস্টে এটাই সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ড।

দুর্দান্ত ফুটওয়ার্ক, কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ- ক্যারিবিয়ান কিংবদন্তিকে নিয়ে ক্রিকেট মহলে একটাই কথা প্রচলিত, ‘ব্রায়ান চার্লস লারার ব্যাট কথা বলে।’  আজ ৫১ তম জন্মদিন ত্রিনিদাদের রাজপুত্রের। জেনে নেওয়া যাক ব্রায়ান চার্লস লারা সম্পর্কিত অজানা কিছু তথ্য-

  • মোট ১১ ভাইয়ের মধ্যে দশম হলেন ব্রায়ান লারা।
  • মাত্র ১৪ বছর বয়সে স্কুল ক্রিকেট লিগে ৭৪৫ রান করেছিলেন লারা।
  • ২০ বছর বয়সে ত্রিনিদাদ ও টোবাগোর অধিনায়ক হন। কনিষ্ঠতম অধিনায়ক লারার নেতৃত্বেই গেডেস গ্রান্ট শিল্ড জিতেছিল দল।
  • আজও প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে লারার। ১৯৯৪ সালে ডুরহামের বিরুদ্ধে ৫০১ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান।
  • ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লারার ৪০০ আজও আন্তর্জাতিক টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান।
  • ত্রিনিদাদের মহিলা সাংবাদিক লিসেল রভেডসের সঙ্গে বিয়ে হয় ব্রায়ান লারার। তাদের দুই মেয়ে রয়েছে- সিডনি ও তারা।
  • ১৯৯৩ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৭৭ করার পর প্রথম মেয়ের নাম ‘সিডনি’ রেখেছিলেন লারা।
  • টেস্টে মোট ১১,৯৫৩ এবং একদিনের ম্যাচে ১০,৪০৫ রান করেছেন ব্রায়ান লারা।
  • ২০১১ সালে ব্যাঙ্গালোরে IPL-এর নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে নাম উঠেছিল ব্রায়ান লারার। ক্রিকেট জগতকে চমকে দিয়ে অবিক্রিত থেকে যান বিখ্যাত বাঁ হাতি ব্যাটসম্যান।
  • ২০১২ সালে ICC হল অফ ফেমে মনোনীত হন ব্রায়ান লারা।

Next Post

৯৯তম জন্মদিনে চলচ্চিত্র মহারাজের কিছু অজানা তথ্য

শনি মে ২ , ২০২০
রাপ্র ডেস্ক: সত্যজিৎ রায় ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৫৫ সালে পথের পাঁচালী সিনেমা দিয়ে তিনি রুপোলি পর্দার জগতে পরিচালক হিসাবে পদার্পন করেন। সবমিলিয়ে মোট ৩৬টি সিনেমা তিনি পরিচালনা করেছিলেন। এর মধ্যে তথ্যচিত্র ও শর্ট ফিল্মও ছিল। আজ এই চলচ্চিত্র মহারাজার ৯৯তম জন্মদিন। ১৯২১ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links