আভা ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জরে নাচোলে সড়ক দুর্ঘটনায় আজজিুল ইসলাম (৪৯) নামে এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার সোনায়চন্ডি এলাকায় একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গেলে এ ঘটনা ঘটে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এসব কথা জানান।
নিহত আজজিুল ইসলাম উপজেলার অঝোড় এলাকার বাসিন্দা।
সেলিম রেজা জানান, মঙ্গলবার দুপুরের দিকে ছাগল বিক্রি করতে তিনজন নঁওগার পোরশার গাংগোয়ারীয়া পশুর হাটে যান। সেখান থেকে তারা ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ভটভটির চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটিতে থাকা সবাই ছিটকে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে কর্তব্যরত চকিৎিসক আজজিুল ইসলামকে মৃত ঘোষণা করনে।
রহনপুর এলাকাটি গোমস্তাপুর থানার অধীনে হওয়ায় ওসি সলেমি রেজা গোমস্তাপুর থানার ওসির বরাত দিয়ে বলনে, ভটভটির চালকসহ আহত তিনজনের অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।