নিঃসঙ্গতায় তোমায় খুঁজি
আতিকা আফসানা
————-_————
যখন আমি একা থাকি
হ্যাঁ একা, ভীষণ একা।
নিঝুম রাত, নিঃশব্দ- নিস্তব্ধ চারিদিক।
জনশূন্য লোকালয়, ঠিক তখনই
নিরবে- নিভৃতে আমি
নিঃসঙ্গতায় তোমায় খুঁজি।
নিরবতা কেন জানি না
তোমাকে নিয়ে আমায় ভাবায়।
কোথায় তুমি আর কোথায় আমি!
এত দূরত্ব কেন আমাদের মাঝে?
উফ! মাঝে মাঝে বড্ড বিরক্ত লাগে।
কেন এত মায়া,কেন এত ভালবাসা তোমায় ঘিরে?
কই আগেতো কখনো এমন হয়নি।
কি করবো বলো?
তবুও যে আমি
নিঃসঙ্গতায় তোমায় খুঁজি।
নিরবতা আমায় বুঝিয়ে দেয়
তোমাকে ছাড়া আমার সত্ত্বা বড়ই অসহায়।
আমার শয়নে, স্বপনে, নিশীতে, জাগরনে
তুমি, তুমি আর শুধুই তুমি❤️
আর তাইতো, প্রতিটি মুহূর্তে আমার
নিঃসঙ্গতায় তোমায় খুঁজি।