নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আগামীকাল ২৯ মার্চ আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ কনসার্ট। এই আয়োজনে আকর্ষণ ভারতীয় সংগীত লিজেন্ড এ আর রহমান। একই কনসার্টে তার সঙ্গে মঞ্চ মাতাবেন মমতাজ। থাকছে নামকরা ব্যান্ড মাইলসের পরিবেশনাও।
কনসার্টে এ আর রহমান থাকার কথা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘এ আর রহমানের কনসার্টে থাকছেন মমতাজ ও মাইলস। প্রথম স্লটে দেশের এই নামকরা শিল্পী ও ব্যান্ডের পারফরমেন্স দেখার সুযোগ পাবেন শ্রোতা-দর্শক। আর দ্বিতীয় স্লটে থাকবেন এ আর রহমান।’
এই কনসার্ট ২০২০ সালে আয়োজন করার কথা ছিল। কিন্তু কোভিড সংক্রমণ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এবার সেই কনসার্ট আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
কনসার্টের পাশাপাশি বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে একটি ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু এই ম্যাচ আয়োজন করতে পারছে না বিসিবি। তবে পরবর্তী সময়ে ম্যাচটি আয়োজনের কথা ভাবছে বোর্ড।
কনসার্টটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে ১৪-১৫ হাজার দর্শক মাঠে বসে উপভোগ করতে পারবেন কনসার্টটি। দর্শকদের প্রবেশের জন্য ইতোমধ্যে টিকিট ছাপা শুরু করেছে বিসিবি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনসার্টটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সম্ভাবনা রয়েছে। দুদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করছে বোর্ড বিসিবি।