আভা ডেস্কঃ এমপিওভুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেসরকারি কলেজের শিক্ষকেরা। বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর বালিয়াপুকুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। পরে তাঁরা একটি স্মারকলিপি দেন।
এর আগে ‘বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন বেসরকারি কলেজের ননএমপিও শিক্ষকেরা বক্তব্য দেন। তাঁরা বলেন, সারাদেশে প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষক ২৯ বছর ধরে সরকারি সুযোগ-সুবিধার বাইরে আছেন। তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।
তাঁরা বলেন, বছরে ১৪৪ কোটি টাকা বাজেট রাখলেই এই সাড়ে ৫ হাজার শিক্ষককে এমপিও দেওয়া সম্ভব। এমপিও পেলে এসব শিক্ষকের সুদিন ফিরবে। নইলে মৃত্যুর আগে পর্যন্ত তাঁদের মানবেতর জীবনযাপন করতে হবে। তাই তাঁরা তাঁদের এমপিও দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি দুলাল হোসেন। সাধারণ সম্পাদক জালাল হোসেনের পরিচালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।