একাদশ শ্রেনীতে ভর্তি শুরু ১২ মে থেকে, অনলাইনে আবেদন করতে হবে।

আভা ডেস্কঃ একদিন পর ১২ মে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। পছন্দের কলেজে ভর্তি হতে এবারও শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে এসএমএস ও অনলাইনে আবেদন করতে হবে।

প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের মাঝে বণ্টন করা হবে শিক্ষাপ্রতিষ্ঠান। এবার সারা দেশে প্রায় আড়াইশ’ কলেজ ও মাদ্রাসা থাকবে ভর্তিচ্ছুকদের পছন্দের শীর্ষে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মু. জিয়াউল হক যুগান্তরকে বলেন, ভর্তি নিয়ে সংকট সবচেয়ে বেশি হয় ঢাকা মহানগরে।

হাতেগোনা কিছু কলেজে শিক্ষার্থীরা ভিড় করে ভর্তির জন্য। কিন্তু ওইসব প্রতিষ্ঠানের বাইরেও যে ঢাকা মহানগরসহ ঢাকা বোর্ডের অধীনেই অন্য শহরে ভালো কলেজ আছে তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ নামে তিন ক্যাটাগরির কলেজ চিহ্নিত করেছি। এতে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পছন্দ করতে সুবিধা হবে।

জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ‘এ’ ক্যাটাগরির কলেজ আছে ৮২টি। আর ‘বি’ ক্যাটাগরির কলেজ আছে ৪৫টি। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা ৬ শতাধিক এবং পাসের হার ন্যূনতম ৭০ শতাংশ, সেসব প্রতিষ্ঠানকে ‘এ’ ক্যাটাগরিভুক্ত করা হয়েছে।

আর যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা সর্বোচ্চ ৬০০ এবং পাসের হার ৫০ থেকে ৭০ শতাংশ সেগুলোকে ‘বি’ ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। এই বোর্ডে মোট ১০২০ কলেজের বাকিগুলো ‘সি’ ক্যাটাগরিভুক্ত।

বিভিন্ন বোর্ডে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের আবেদন সংখ্যা এবং পাসের হার বিবেচনায় দেশের বিভিন্ন স্থানে আরও শতাধিক কলেজ শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। ওইসব প্রতিষ্ঠানের বেশির ভাগ বিভাগীয় ও জেলা শহরে অবস্থিত।

এগুলোর মধ্যে রংপুর বিভাগে রয়েছে ৩২টি, বরিশাল বিভাগে ১৪টি, রাজশাহীতে ৭, চট্টগ্রামে ১৯, খুলনায় ১৩ এবং সিলেট বিভাগে ২৩টি। এ ছাড়া সারা দেশে অর্ধশত মাদ্রাসা শিক্ষার্থীদের পছন্দের তালিকায় উপরের দিকে আছে।

এসব কলেজ-মাদ্রাসায় স্ব স্ব বিভাগের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা ভিড় করলে সবার সংস্থান হবে না। শিক্ষার্থীদের অতীতের ভর্তির আবেদন পর্যালোচনা করলে দেখা যায়, সংশ্লিষ্ট এলাকার সাধারণ শিক্ষা বোর্ডের বাইরে মাদ্রাসা এবং কারিগরি বোর্ড থেকে পাস করা শিক্ষার্থীরাও ভর্তির আবেদন করবেন।

এর মধ্যে সবচেয়ে বেশি সংকট হয় ঢাকা মহানগরের প্রতিষ্ঠানে। ওইসব প্রতিষ্ঠানে সারা দেশ থেকে শিক্ষার্থীরা আবেদন করে থাকে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ যুগান্তরকে বলেন, ঢাকায় এ ক্যাটাগরির কলেজগুলোতে সর্বমোট আসন আছে ৫৭ হাজার আর বি ক্যাটাগরির কলেজে আছে ৫২ হাজার। অতীতে দেখা গেছে, জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থী আবেদনে বড় বড় কলেজ পছন্দের তালিকায় রাখে। কিন্তু শেষপর্যন্ত এত ভালো ফল করেও অনেকে প্রথম দফায় চান্স পায় না। এটা মূলত তাদের পছন্দের ভুলের কারণে ঘটে থাকে। এ কারণে ভালো কলেজের তালিকা তুলে ধরতে আমরা এবার কলেজ ক্যাটাগরি করে তুলে ধরেছি।

এক প্রশ্নের জবাবে ড. রশিদ বলেন, গড়ে ৮০ শতাংশ করে নম্বর পেয়ে জিপিএ-৫ পাওয়া যায়, আবার গড়ে ৯৫ শতাংশ করে পেয়েও জিপিএ-৫ হয়। কেননা, ৮০ থেকে ১০০ পর্যন্ত নম্বর পাওয়া শিক্ষার্থীরা জিপিএ-৫ ধারী হিসেবে বিবেচিত। সুতরাং কোনো কলেজে সব আসনের বিপরীতে যদি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আবেদন করে তাহলে উচ্চ নম্বর প্রাপ্তরাই চান্স পেয়ে থাকে। কম নম্বর পেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা বাদ পড়বে। তালিকা প্রকাশের কারণে শিক্ষার্থীদের এখন কলেজ পছন্দ করা সহজ হবে। ক্যাটাগরি দেখে আবেদন করলে শিক্ষার্থীরা বিপাকে পড়বে না বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, সারাদেশে ৮ সহস্রাধিক কলেজ ও মাদ্রাসায় ভর্তিযোগ্য আসন আছে ২৯ লাখ। এর মধ্যে মাদ্রাসায় আসন ৮ লাখ। ঢাকা বোর্ডে আসন আছে ৬ লাখ। এবারও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলো আলাদাভাবে ভর্তির আবেদন নেবে।

অপর দিকে এবার মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পাস করেছে। এসব শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে থাকে। সাধারণত পাসকরা শিক্ষার্থীদের মধ্যে ১ শতাংশ প্রতি বছর ভর্তি হয় না। তবে ১ শতাংশ পুরনো শিক্ষার্থী ভর্তির আবেদন করে থাকে। প্রচুর শিক্ষার্থী মাদ্রাসা ও কারিগরি বোর্ড থেকে পাস করে কলেজে ভর্তি হয়। আবার স্কুল থেকে পাস করা অনেকে পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি বোর্ডের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়। সেই হিসাবে পাস করা শিক্ষার্থীর চেয়েও যেহেতু সাড়ে ১১ লাখ আসন বেশি আছে, তাই অনেক প্রতিষ্ঠানে আসন খালি থাকবে। আবার অন্যান্য ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কারণে আরও কমপক্ষে ২ লাখ আসন শূন্য থাকবে। সবমিলে অন্তত ১৩ লাখ আসনই এবার খালি থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, অনলাইনে ভর্তি কার্যক্রম শুরুর পর অনেক প্রতিষ্ঠান বন্ধ। এক সময় এই বোর্ডের অধীন ১৩১০টি কলেজ ছিল। নানা অনিয়মের কারণে কিছু বোর্ড বন্ধ করেছে। বাকিগুলো শিক্ষার্থী না পেয়ে বন্ধ হয়েছে।

আবেদনে এনআইডি বাধ্যতামূলক : এদিকে ভর্তি জালিয়াতি রোধে এবার শিক্ষার্থীর আবেদনে বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হয়েছে। অভিযোগ আছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের মার্কশিট দেখে আবেদন করিয়ে রাখে। বিশেষ করে যেসব স্কুলে কলেজ শাখা আছে, সেখানে এ ধরনের কাজ বেশি হয়। আর নীতিমালায়, নিজ প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের কলেজ শাখায় ভর্তিতে অগ্রাধিকার রাখা হয়েছে। ফলে কলেজ শাখা কেউ পড়তে না চাইলেও সে ব্ল্যাকমেইলের শিকার হয়। শিক্ষার্থীরা যাতে কলেজের কাছে জিম্মি হয়ে না পড়ে সে লক্ষ্যে এবার আবেদনে এই নতুনত্ব আনা হয়েছে। একটি এনআইডি নম্বরের বিপরীতে একাধিক আবেদন করা যাবে না।

মেধাক্রম নম্বরে : শিক্ষার্থীদের ফল জিপিএ (গ্রেড পয়েন্ট অ্যাভারেজ) পদ্ধতিতে প্রণয়ন করা হলেও ভর্তির মেধাক্রম করা হবে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এ কারণে ভর্তি কার্যক্রমে জটিলতা এড়াতে মেধাক্রম এবং কলেজের আসন সংখ্যা বিবেচনায় রেখে আবেদন করতে বলা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মু. জিয়াউল হক যুগান্তরকে বলেন, একই প্রতিষ্ঠানে অধিকসংখ্যক ভালো ফলকারী শিক্ষার্থী ভর্তি হওয়ায় অনেকে চান্স পায় না। তাই এই সংকট থেকে বাঁচতে শিক্ষার্থীকে নিজের মেধাক্রম ও কলেজের আসন বিবেচনায় রেখে কলেজের পছন্দক্রম তৈরি করতে হবে। এতে সহায়তার জন্য নতুন ব্যবস্থা থকবে। তা হচ্ছে, সফটওয়্যারে মেধাক্রম থাকবে। কোনো শিক্ষার্থী যখন অনলাইনে একটি কলেজ পছন্দ করবে, সঙ্গে সঙ্গে সফটওয়্যার শিক্ষার্থীকে তার মেধাক্রম জানিয়ে দেবে। পাশাপাশি কলেজটিতে বা পছন্দের বিভাগে কত আসন আছে তাও ওয়েবসাইটে থাকবে।

জানা গেছে, কলেজে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে চতুর্থ বিষয়ের নম্বর বাদ দিয়ে মেধাক্রম তৈরি করা হবে। আবেদনকারী বাছাইয়ের ক্ষেত্রে আরও কয়েকটি দিকে নজর দিয়ে থাকে বোর্ডগুলো। তা হচ্ছে, যদি একই সিরিয়ালের আসনের বিপরীতে সমান নম্বরপ্রাপ্ত একাধিক শিক্ষার্থী পাওয়া যায়, তাহলে গণিত, ইংরেজি, বাংলায় কে বেশি নম্বর পেয়েছে সেটা দেখা হবে। এতেও সমান নম্বরধারী হলে বিভাগভিত্তিক বিষয়গুলোতে প্রাপ্ত নম্বর দেখা হবে। বিষয়টি ভর্তি নীতিমালার ৩ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে।

আবেদন ও ভর্তির সময়সূচি : তিনটি ধাপে নেয়া হবে আবেদন। প্রথম ধাপে আবেদন করা যাবে ২৩ মে পর্যন্ত। এই পর্যায়ে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে ১৯ ও ২০ জুন। ২১ জুনই এদের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপে আবেদন নেয়া হবে ২৪ জুন। ফল প্রকাশ করা হবে ২৫ জুন। ২৭ থেকে ৩০ জুন শিক্ষার্থীদের নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে। ১ জুলাই শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে।

সুত্রঃ যুগান্তর

Next Post

দিদির থাপ্পর, আমার আর্শিবাদ মোদি।

শুক্র মে ১০ , ২০১৯
আভা ডেস্কঃ নির্বাচনী প্রচারে বিরোধীদের দিকে সমালোচনার তোপ অব্যাহত রেখেছেন বিজেপির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসের গান্ধী পরিবার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি, বহুজন সমাজ পার্টির মায়াবতী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব- কাউকেই ছাড় দিচ্ছেন না তিনি। দু’দিন আগে মোদিকে ‘কষে গণতন্ত্রের থাপ্পড়’ দিতে চেয়েছিলেন মমতা। ষষ্ঠ ধাপের […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links