আভা ডেস্কঃ হাঁটুতে অস্ত্রোপচারের কারণে এবারের ইউএস ওপেন থেকে আগেই সরে দাঁড়িয়েছেন রজার ফেদেরার। মহামারী করোনাভাইরাসে কারণে এবার সরে দাঁড়ালেন টেনিসের আরেক মহাতারকা রাফায়েল নাদাল। বুধবার এ সিদ্ধান্ত জানান স্পেনের এ মহাতারকা।
১৯টি গ্র্যান্ড স্লামজয়ী এই টেনিস তারকা সোশ্যাল মিডিয়ায় বলেন, এবার যুক্তরাষ্ট্র ওপেনে আমি না খেলার সিদ্ধান্ত নিয়েছি। অনেক ভেবে-চিন্তেই আমি সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাস এখনও আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। বিশ্বের অবস্থা মোটেও ভালো নয়। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। তাই যুক্তরাষ্ট্র ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।
যুক্তরাষ্ট্র ওপেনে নামলে নাদালের সামনে একটা সুযোগ থাকত। কারণ তিনি ২০টি গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরারকে ছোঁয়ার একটা সুযোগ ছিল নাদালের।