অতি দরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফ চাল, ৩ হাজার ৭৩৯ দশমিক ১৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নওগাঁ জেলার ১ লাখ ৮৬ হাজার ৯৫৯ অতি দরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফ-এর আওতায় মোট ৩ হাজার ৭৩৯ দশমিক ১৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে এই বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম মান্নান জানিয়েছেন জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভার অনুকুলে এই বরাদ্দ প্রদান করা হয়েছে। এখন স্থানীয়ভাবে সেগুলো বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান জেলার ৯৯টি ইউনিয়নে ১ লাখ ৭৪ হাজার ৬৩৬ অতি দরিদ্র পরিবারের মধ্যে পরিবার প্রতি ২০ কেজি হিসেবে মোট ৩ হাজার ৪৯২ দশমিক ৭২০ মেট্রিক টন এবং জেলার ৩টি পৌরসভায় ১২ হাজার ৩২৩ অতি দরিদ্র পরিবারের মধ্যে পরিবার প্রতি ২০ কেজি করে মোট ২৪৬ দশমিক ৪৬০ মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ্দ প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক মিজানুরর্ হমান বলেছেন বর্তামন সরকার ক্ষুধা ও দারিদ্র নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় যে কোন উৎসবে সকলকে সাথে নিয়ে আনন্দ ভাগাভাগি করাই বর্তমান সরকারের লক্ষ্য। এই কারনে মুসলিম সম্প্রদায়ের ঈদ, হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রধান উৎসবে একইভাবে ভিজিএফ সহযোগিতা প্রদান করা হয়ে থাকে।

সূত্রমতে উপজেলা ভিত্তিক ভিজিএফ খাদ্যশষ্য বরাদ্দের পরিমাণ হচ্ছে পোরশা উপজেলার ৬টি ইউনিয়নে ২৪ হাজার ৭৪৬ পরিবারের মধ্যে ৪৯৪ দশমিক ৯২০ মেট্রিক টন, সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে ২৬ হাজার ৪৪২ পরিবারের মধ্যে ৫২৮ দশমিক ৮৪০ মেট্রিক টন, নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে ২২ হাজার ১৩৬ পরিবারের মধ্যে ৪৪২ দশমিক ৭২০ মেট্রিক টন, নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে ১৩ সহাজার ৪৬০ পরিবারের মধ্যে ২৬৯ দশমিক ২০০ মেট্রিক টন, পত্নীতলা উপজেলার ১১টি ইউনিয়নে ১২ হাজার ৬২ পরিবারের মধ্যে ২৪১ দশমিক ২৪০ মেট্রিক টন, মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে ১৭ হাজার ৬২০ পরিবারের মধ্যে ৩৫২ দশমিক ৪০০ মেট্রিক টন, আত্রাই উপজেলার ৮ ইউনিয়নে ৯ হাজার ২৬৬ পরিবারের মধ্যে ১৮৫ দশমিক ৩২০ মেট্রিক টন, রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ৮ হাজার ৭৪১ পরিবারের মধ্যে ১৭৪ দশমিক ৮২০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে ১৩ হাজার ৫২৫ পরিবারের মধ্যে ২৭০ দশমিক ৫০০ মেট্রিক টন, বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়নে ১৩ হাজার ৮৮৩ পরিবারের মধ্যে ২৭৭ দশমিক ৬৬০ মেট্রিক টন এবং ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নে ১২ হাজার ৭৫৫ পরিবারের মধ্যে ২৫৫ দশমিক ৬৬০ মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ্দ দেয়া হয়েছে।

অপরদিকে জেলা তিনটি পৌরসভার মধ্যে নওগাঁ পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মধ্যে ৯২ দশমিক ৪২০ মেট্রিক টন, নজিপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মধ্যে ৯২ দশমিক ৪২০ মেট্রিক টন এবং নজিপুর পৌরসভায় ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে ৬১ দশমিক ৬২০ মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ্দ দেয়া হয়েছে।

বরাদ্দ অনুযায়ী সকল ইউপি চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের দ্বারা ইতিমধ্যে বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে।

Next Post

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের ৪ জন নিহত

শুক্র আগস্ট ১৭ , ২০১৮
আভা ডেস্ক : সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের ৪ জন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত (বাংলাদেশ সময়) সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি ঘটেছে সৌদি আরবের জেদ্দায়। জানা গেছে একই পরিবারের ৬ সদস্য তায়েফ যাওয়ার পথে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links