নিজস্ব প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীকে রাজশাহী জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। এদিকে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবকে মুন্সিগঞ্জে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুসকে পদায়ন করে ঠাকুরগাঁও দেওয়া হয়েছে।
সোমবার পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়াউদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এর আগে সনাতন চক্রবর্তী বগুড়ায় প্রায় চার বছর সদর সার্কেলে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। গেল বছরের ২৯ নভেম্বর তিনি বগুড়া থেকে লালমনিরহাটে যোগদান করেন।
রুহুল কুদ্দুসকে রংপুর রেঞ্জের ঠাকুরগাঁওয়ে বদলি করা হয়েছে। তিনিও আরএমপির মিডিয়া মুখপাত্রের দ্বায়িত্ব পালনে ছিলেন।