আভা ডেস্ক: রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকা থেকে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করেছে রমনা থানার পুলিশ। ইস্কাটন এলাকার এক বাসিন্দা ৯৯৯-এ ফোন করে নির্যাতনের ঘটনা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। ওই কর্মীকে উদ্ধার করা হয়।
নির্যাতিত গৃহকর্মীর নাম শাওন (১২)। ওই কিশোর ইস্কাটন গার্ডেনে মো. ইকবালের বাসায় দুই বছর ধরে কাজ করে আসছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মো. ইকবাল, তাঁর স্ত্রী তামান্না ও ভাগনে তানজিল নানাভাবে শাওনকে নির্যাতন করতেন। নির্যাতনের বিষয়টি বুঝতে পেরে গতকাল এলাকার একজন ৯৯৯-এ ফোন করলে আমরা ওই এলাকায় গিয়ে শাওনকে উদ্ধার করি। উদ্ধারের পর দেখা যায়, শাওনের হাত-পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন। তার শারীরিক অবস্থাও ভালো নয়। পরে গতকাল সন্ধ্যায় ইকবাল, তাঁর স্ত্রী তামান্না ও তানজিলকে আটক করা হয়।’
ওসি বলেন, প্রাথমিকভাবে তাঁরা নির্যাতনের প্রমাণ পেয়েছেন। ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। শাওনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে।
ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে গত বছর ১২ ডিসেম্বর ‘৯৯৯’ নম্বরটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিনা খরচে ৯৯৯ নম্বরে ফোন করে নাগরিকেরা পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের সেবা নিতে পারবেন। মুঠোফোন ও টেলিফোন উভয় মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন করা যাবে। কোনো অপরাধ ঘটতে দেখলে, প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে, কোনো হতাহতের ঘটনা চোখে পড়লে, দুর্ঘটনায় পড়লে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, জরুরিভাবে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে ওই নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যাবে।
প্রথম আলো