স্পষ্ট বক্তা হিসেবে তার ‘সুনাম’ রয়েছে। ক্যারিয়ারের সেরা সময়ে দাঁড়িয়ে ‘অবসাদ’ এর কথা স্বীকার করে নিয়েছিলেন।
সম্পর্ক নিয়েও তুলনায় লুকোচুরি কম তাঁর। তবু #MeToo আন্দোলনের সময় মুখ খোলেননি। কিন্তু, এবার বলিউডে যৌন হেনস্থা নিয়ে সরব হলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। ‘ইভনিং স্ট্যান্ডার্ড’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করেছেন দীপিকা।
‘আজ অনেক বেশি প্রচার হচ্ছে। অনেকেই মুখ খুলে বলতে পারছেন না। বিদেশ বা ভারত- এই পরিবর্তন হচ্ছেই। ’ #MeToo ও #Time’sUp নিয়ে সাক্ষাৎকারে প্রতিক্রিয়া দেন দীপিকা। সেই সঙ্গে বলেন, ক্যারিয়ারের প্রথম দিকে কীভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল ‘পদ্মাবত’ এর অভিনেত্রীকে।
‘বলিউডে কোনও প্রযোজক বা পরিচালকের চোখে পড়তে গেলে স্তনের অপারেশন করাতে হবে। এমনই পরামর্শ পেয়েছিলাম শুরুর দিকে। ’
প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী রিচা চড্ডা বা কাল্কি কোয়েচলিন সহ বলিউডে কাস্টিং কাউচ বা যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছেন অনেকেই। কিন্তু, দীপিকার মতো প্রথম সারির কোনও অভিনেত্রী সাম্প্রতিক সময়ে এই নিয়ে মুখ খোলেননি।
সূত্র: এই সময়