আভা ডেস্ক: সেলফি তোলার অপরাধে শেষ পর্যন্ত সপরিবারে দেশ ছাড়তে হলো ইরাকী সুন্দরী সারাহকে। যে ছবিটি নিয়ে এত কাণ্ড সেটি প্রকাশ করা হয়েছিল ইনস্টাগ্রামে। সেখানে মিস ইরাক সারাক সারাহ’র সঙ্গে ছিলেন মিস ইসরাইল এডার গান্ডেলসম্যান – আর বিপত্তি সেখানেই।
ইসরাইলকে নিয়ে মুসলিম দেশগুলোর মনোভাব সম্পর্কে সবারই জানা আছে। দখলদারীতার জন্য মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় অঞ্চলের বহু মানুষ ইসরাইলকে বা এর কোনো নাগরিককে সহজ ভাবে নেয় না। ফলে ঝামেলা এড়াতে সুন্দরী প্রতিযোগিতা হোক আর অন্য যেকোনো কিছুই হোক, ইসরায়েল ও আরব দেশগুলোর সবাই এমন স্পর্শকাতর বিষয় নিয়ে সচেতন থাকেন সব সময়।
মিস ইসরাইল এডার গান্ডেলসম্যানও তার বাইরে নন, আর সে কারণেই মিস ইরাকের সঙ্গে ইসরাইলি তরুণীর ছবি দেখে একের পর এক প্রাণনাশের হুমকিতে দেশ ছাড়তে হয় সারাহকে।
উৎস
কালের কণ্ঠ