নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
কোন প্রধান অতিথি বা বিশেষ অতিথি নাই, গরীব, দু:খি, সহ সাধারন মানূষ নিয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন রাজশাহী সাংবাদিক সমাজের একাংশ। ১২ জুন ২৬ ই রমজান রাজশাহী নগরীর পিটিআই হল রুমে অনলাইন নিউজ পোর্টাল কতৃক আয়েজিত অনুষ্ঠানের সভিপত্বিত করেন বরেন্দ্র প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক শাহিন আক্তার।
এছাড়া উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভোরের আভা ডটকম, অনলাইন পত্রিকার সম্পাদক রেজাউল করিম, উত্তরবঙ্গ প্রতিদিনের সম্পাদক এম এ হাবিব জুয়েল, রাজশাহীর সময়ের প্রতিনিধি মাসুদ আলী পুলক, মমিন, বাবুল, বরেন্দ্র প্রতিদিনের প্রতিনিধি বিশাল। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত সাধারন মানুষদের ইফতার করানোর আয়োজকদের ধন্যবাদ দিয়ে শাহিন বলেন খুবই ভাল একটি উদ্দেক নিয়েছেন আপনারা। তিনি বলেন ভি আই পিদের কে ইফতার পার্টির দাওয়াতের শেষ থাকে না, তাছাড়াও এখানে কেউ ভি আই পি না, এখানে সাধারন মানুষই ভি আই পি। উত্তরবঙ্গ প্রতিদিনের সম্পাদক হাবিব জুয়েল বলেন, মুলত সকলকেই দাওয়াত দেওয়া হয়েছে অনির্বায্য কারনে ভি আই পি অতিথিরা উপস্থিত না হলেও আমাদের মূল যে কায্যক্রম সাধারন জনগনকে ইফতার করানো তা আমরা করতে পেরেছি এটাই বড় কথা। অপর দিকে ভোরের আভার সম্পাদক রেজাউল বলেন গরীবদের কেউ ভি আই পি ভাবে না, তাদের কে কেউ ইফতার বা বড় কোন আয়োজনে দাওয়াত করে না, সেই দিক চিন্তা করেই আমাদের এই আয়োজন। সকলে মিলে মিশে আজ আমরা অনলাইন সাংবাদিক বৃন্দ ইফতার করতে পেরেছি তা সত্যি প্রসংশার দাবি দার বলে উক্তি করেন বিশাল।