আভা ডেস্ক: সিলেটের অসমানীনগরে অজ্ঞাত এক যুবককে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ জুন) মধ্যরাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতল ও গুপ্তগ্রাম সড়কের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সিলেট ওসমানীনগর থানার ওসি মো. শহীদুল্লাহ এতথ্য নিশ্চিত করে বলেন, হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ রাস্তার পাশে ধানী জমিতে ফেলে রেখে যায়। মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাংলানিউজ