আভা ডেস্কঃ ভারতে সবচেয়ে বড় টেলিভিশন রিয়্যালিটি শোর মধ্যে অন্যতম ‘বিগ বস’। শুধু ভারতেই নয়, বাংলাদেশের দর্শকদের মধ্যেও রয়েছে এর ব্যাপক জনপ্রিয়তা। তাই তো কোন সিজনে কারা যাচ্ছেন বিগ বসের ঘরে তা জানতে আগ্রহের কমতি নেই এ দেশের দর্শকেরও।
বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় অক্টোবরে শুরু হতে যাচ্ছে এর ১৬তম সিজন। শোনা যাচ্ছে, এই সিজনে বিগ বসে যাচ্ছেন টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান।
দেশটির একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে জি ২৪ ঘণ্টাকে নুসরাতের টিম জানিয়েছে, ‘এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না, যা বলার চ্যানেল কর্তৃপক্ষ জানাবেন।’
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে পারিশ্রমিক নিয়ে অভিনেত্রীর সঙ্গে কথা চলেছে বিগ বস নির্মাতাদের।
গত বছর নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ভাঙন ও তা নিয়ে আইন-আদালত, যশের সঙ্গে প্রেম, বিয়ে, অন্তঃসত্ত্বা ও নির্বাচনী এলাকায় যাওয়া-না যাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছেন নুসরাত। সেসব বিতর্কের মাঝেই গত বছর ২৬ আগস্ট পুত্রসন্তানের মা হন অভিনেত্রী।