আভা ডেস্ক :ব্যাংকের সার্ভার জটিলতাসহ নানা কারণে রংপুরে পুলিশ বাহিনীর প্রায় তিন হাজার সদস্য চলতি মাসের মাসিক বেতন এখনও পাননি।কবে নাগাদ বেতন পাবেন তা নিশ্চিত করে জানানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পুলিশ সদস্যরা। এ ঘটনায় পুলিশ সদস্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনীর সদস্যদের সাধারণত প্রতি মাসের ১/২ তারিখের মধ্যেই মাসিক বেতন হয়। কিন্তু এবার ৪ তারিখ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রংপুরে পুলিশ সুপার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত কোনও পুলিশ সদস্য মাসিক বেতন পাননি। এদিকে বেতন না পাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন কনস্টেবল থেকে শুরু করে এএসআই পদমর্যাদার পুলিশ সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন নারী কনস্টেবল জানান, তাদের বাসা ভাড়া প্রতিমাসের দুই তারিখের মধ্যে পরিশোধ করতে হয়। বেতন না পাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন।
এ ব্যাপারে পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, পুলিশ বাহিনীর এসআই থেকে শুরু করে ইন্সপেক্টর, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা গেজেটেডভুক্ত হওয়ায় তাদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। কনস্টেবল ও এএসআইসহ নন গেজেটেড পুলিশ সদস্যদের বেতন সরাসরি ব্যাংক থেকে তুলে তাদের কর্মস্থলে প্রদান করা হয়। কিন্তু এবার গেজেটেড, নন গেজেটেড কোনও পুলিশ সদস্য এখন পর্যন্ত মাসিক বেতন পাননি। রংপুর পুলিশ লাইনে কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা জানান, যতটুকু তারা জানতে পেরেছেন ব্যাংকের সার্ভারের সমস্যাসহ বিভিন্ন কারণে বেতন হয়নি। বেতন দিতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানান তিনি। এ বিষয়ে জানতে রংপুরের একজন অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বেতন না পাওয়ার কথা স্বীকার করেন।
বাংলা ট্রিবিউন