অনুসন্ধানী প্রতিবেদন :
সম্প্রতি রাজশাহী জেলা ডিবি পুলিশের নেতৃত্বে মাদক বিরোধী দুটি পৃথক অভিযানে প্রায় ২০০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রাজশাহী জেলা ডিবির এবারের মাদক বিরোধী অভিযান গুলো সফলতার যে ধারাবাহিকতা বজায় রেখেছে তা একমাত্র পুলিশ সুপার শহীদুল্লার কারণে হয়েছে। কারণ কোথায় আছে না, গাছ ভালো হলে ফল ভালো তো পাওয়া যাবেই। মাদক বিরোধী অভিযানের মহাযাত্রায় মহারথী সফল পুলিশ সুপার শহীদুল্লাহ।
এরই মধ্যে মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে আবদুল মানিক নামে এক মাদক কারবারী গুলিবিদ্ধ হয়েছেন।শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবদুল মালেক একই এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকেও ১২০ বোতল ফেনসিডিল এবং তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক খালিদ হোসেন জানান, ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মুক্তারপুর এলাকায় অভিযানে করে চৌখস একটি টিম ।
অন্য দিকে সারাদেশে ট্রাক ছিনতাই সিন্ডিকেটের মূল হোতা মনিরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। তার তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা থেকে ছিনতাই হওয়া ৫টি ট্রাক উদ্ধার করে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহিদুল্লাহ।
পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, গ্রেপ্তার মনিরকে জিজ্ঞাসাবাদে সারাদেশ থেকে প্রায় ৮০টির মতো ট্রাক ছিনতাইয়ের তথ্য পেয়েছে পুলিশ। বর্তমানে এসব ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান রাজশাহী পুলিশ সুপার।
তবে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যমতে মাদকবিরোধী অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই উৎপল। এ বিষয়ে খোদ প্রশংসা করেছেন রাজশাহী জেলা ডিবি পুলিশের সকল স্টাফসহ ওসি আতাউর রহমান ও পরিদর্শক খালেদুর রহমান।
ইন্সপেক্টর খালেদ বলেন – এসআই উৎপল ছাড়া এই মাদক বিরোধী অভিযান অনেকটাই অসুম্পূর্ণ রয়ে যেত কিন্তু তার অপরিসীম সাহস ও আন্তরিকতা আমাদের এই সফলতা এনে দিয়েছে।
ওসি আতাউর রহমান জানান এস আই উৎপল মাদক ধরতে বেশ পারদর্শী, তার কারণ আছে, সে দীর্ঘদিন চারঘাট এলাকায় থাকায় বিভিন্ন ভাবে সোর্স মেনটেন্টন করেছেন বিধায় তার কাছে মাদক চোরাকারবারী রা চোরাচালান কালে খোঁজ আসে। যোগদানের পর থেকে আমাদের সাথে বেশ কিছু অভিযানে সফলতার সহিত কাজ করছে।
বিভিন্ন স্থানীয় সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন যে, মাদক চোরাকারবারিদের জন্য এস আই উৎপল একটি আতঙ্ক। সে যেভাবে মাদকের বিরুদ্ধে লেগেছে তাতে আশা করা যায় এলাকায় শীঘ্রই মাদকের ভয়াবহতাঃ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে।
(প্রায় প্রতিদিন থাকে এস আই উৎপলের অভিযান সফলতাও আসে, তাই সাথে থাকুন আমাদের অনলাইন নিউজ পোর্টালের )