নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুর হাই স্কুল এ্যান্ড কলেজের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে কলেজ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুঠিয়ার শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।
প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, পুঠিয়া পৌর মেয়র রবিউল ইসলাম রবি, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসনে, পচামাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ সাহা,পঙ্গু শিশু নিকেতন ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম জিয়াউদ্দিন টিপু।
এ সময় সাধনপুর হাই স্কুল এ্যান্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সুবর্ণ জয়ন্তীর আলোচনা, স্মৃতিচারণ, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।