ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এবার রাশিয়ায় চলছে এ যুদ্ধ। এর আগে বিশ্বকাপের ২০টি আসর অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ওই সব আসরে অনেক কিংবদন্তি এমনকি সর্বকালের সেরা খেলোয়াড় হয়েও বিশ্বকাপের স্বাদ নিতে পারেননি।
এই তালিকায় প্রথমে রয়েছেন কিংবদন্তি গোলকিপার লেভ ইয়াসিন। সর্বকালের সেরা গোলকিপার হিসেবে তাকে মনে রেখেছে ফুটবলবিশ্ব৷ বিশ্বকাপের একমাত্র গোলকিপার লেভ ইয়াসিন ব্যালন ডি’অর জিতেছেন৷ ১৯৬৩ সালে তিনি জয় অর্জন করেন।
আরেক কিংবদন্তি ফুটবলার উত্তর আয়ারল্যান্ডের জর্জ বেস্ট৷ ১৯৬৮ ব্যালন ডি’অর জেতেন অ্যাটাকিং মিডফিল্ডার৷ ম্যানচেস্টার ইউনাইটেডকে একাধিকবার স্বপ্নের মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। কিন্তু দেশকে বিশ্বকাপ জেতাতে পারেননি বেস্ট৷
ম্যারাডোনার আগে ফুটবলবিশ্বে সবচেয়ে আলোচিত ছিলেন কিংবদন্তি ফুটবলার জোহান ক্রুয়েফ৷ নেদারল্যান্ডসের সর্বকালের সেরা ফরোয়ার্ড ক্রুয়েফ তিনি। জোহান তিনবার ব্যালন ডি’অর জিতেছেন৷ কিন্তু বিশ্বকাপের স্বাদ পাননি এই কিংবদন্তি ডাচ ফুটবলারও৷
বিশ্বকাপের ইতিহাসে প্রথম টানা তিনবার; ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫ ব্যালন ডি’অর জিতে রেকর্ড গড়েছিলেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনি৷
তাকে সর্বকালের সেরা আক্রমণাত্মক মিডফিল্ডার বলা হয়। ফুটবল সার্কিটে ‘দ্য কিং’ নামে পরিচিত এই কিংবদন্তিও কিন্তু বিশ্বকাপের স্বাদ পাননি।
এই তালিকার শেষে থাকা দুটি নাম দিয়ে বর্তমান ফুটবল বিশ্ব দ্বিধাবিভক্ত৷ এই দুইজন এখনো অবসরে যাননি। তারা হলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওলেন মেসি এবং পর্তুগাল ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
যুগান্তর