নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শারীরিক শিক্ষক কল্যাণ সমিতির ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্কাউট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শারীরিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, সমিতির সাধারণ সম্পাদক গোলাম কবির, কোষাধ্যক্ষ মুহাম্মদ জাফর সদিক, দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক ও সমিতির সাংগঠনিক সম্পাদক মোহা. সোহেল ইসলাম, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানে ইউএনও শফিকুল ইসলাম- এ কল্যাণ সমিতির জন্য একটি আলমারী দেয়ার প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারী মাসে ১৫ জন বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উপজেলা শারীরিক শিক্ষক কল্যাণ সমিতিতে উপজেলার বিভিন্ন এলাকার মাধ্যমিক ও মাদ্রাসার ৬৫ জন শারীরিক শিক্ষকদের নিয়ে এ কল্যাণ সমিতি পরিচালিত হয়।