নিজস্ব প্রতিবেদক:
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় নগরীর মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার যত উন্নয়ন করেছে, বিগত সময় কোনো সরকার তা করেনি। আওয়ামী লীগের নৌকায় চড়ে উন্নয়নের চূড়ান্ত শিখড়ে পৌছে যাবে দেশ। সারাদেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে, তখন রাজশাহীর অবস্থা খুব খারাপ। এই অবস্থায় আমরা থাকতে চাই না।
মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, নগর স্বেচ্ছাবেক লীগের সভাপতি আব্দুল মোমিনসহ অন্যরা।