রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানোর আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস।
তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সোমবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনদিনের বাংলাদেশ সফর শেষে জাতিসংঘের মহাসচিব বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী বিশ্বের মধ্যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। তাদের কোনো নাগরিকত্ব নেই। তারা নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সে কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে হবে। এসময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মিয়ানমার সরকারের বর্তমান রোহিঙ্গা নীতি পরিবর্তন করে তাদের ফিরিয়ে নেয়া উচিত।
সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমও বক্তব্য রাখেন।
তিনিও রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, আমরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছি। তাদের হৃদয় বিদারক অভিজ্ঞতাও শুনেছি। রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ ভূমিতে ফিরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
এর আগে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে শনিবার (৩০ জুন) মধ্য রাতে বাংলাদেশে আসেন জাতিসংঘের মহাসচিব। একইদিনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমও ঢাকায় আসেন।
জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রোববার (১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে দেয়া নৈশ্যভোজে অংশগ্রহণ করেন তারা। এছাড়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।
সোমবার (২ জুলাই) সকালে তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। কক্সবাজার থেকে সোমবার বিকেলে তারা ঢাকায় ফিরে আসেন। রাতে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সোমবার রাতেই তারা ঢাকা ত্যাগ করবেন।
বাংলানিউজ