আভা ডেস্ক: কক্সবাজারের ওপর দিয়ে রোববার ভোরে ভারি বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
এতে উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন, কুতুপালং ক্যাম্পের ডি-ফোর এবং ডি-সেভেন ব্লকে ঝড়ো বাতাস ও পাহাড় ধসে রোহিঙ্গাদের অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন রোহিঙ্গা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তিনি জানান, এ ছাড়া ভারি বৃষ্টিতে কয়েকটি ক্যাম্পের নিচু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। এতে ঝুঁকিপূর্ণ জায়গায় থাকা রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামও ঝড়-বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছেন।
এদিকে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী পরিচালক আবদুর রহমান জানান, রোববার বেলা ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৯৪ মিলিমিটার। এর মধ্যে সকাল থেকে দুপুর ১২ পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪৪ মিলিমিটার।
তিনি জানান, সাগরে নিম্নচাপের প্রভাবে আরও দু’দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সমকাল