নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের দলীয় মনোনয়ন নিয়ে গণসংযোগ শুরু করেছেন বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। শনিবার বিকেল সাড়ে ৫টার দিক থেকে তিনি তার প্রচারণা শুরু করেন।
এসময় তার সঙ্গে ছিলেন মহানগর বিএনপির নেতাকর্মী।
মেয়র বুলবুল এসময় সাধারণ ভোটারদের নিকট ভোট প্রার্থনা করে বলেন, ‘জনগণ নির্বাচনে আমাকে আবারো জয়ী করলে নগরীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো। নগরীর উন্নয়নে সবসময় পাশে ছিলাম। আগামীতেও থাকবো।’ পরে বুলবুল নগরীর কাদিরগঞ্জ, দরিখরবোনাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।