রাবি প্রতিনিধি:
হলে সারাদিনে পানি না থাকা, ওয়াশরুম ও টয়লেট পরিষ্কার না করা, ওয়াইফাই সমস্যাসহ অন্যান্য কারণে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা। শুক্রবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের ও সুপার ভাইজারের পদত্যাগ চাই বলে স্লোগান দিতে থাকে। একপর্যায় তারা প্রধ্যাক্ষের কক্ষের দরজা ও হলের কিছু বৈদ্যুতিক বাল্ব ভেঙে ফেলে।
ঘটনাস্থলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিছুর রহমান আসলে শিক্ষার্থীরা কয়েকটি দাবির কথা উল্লেখ করেন এবং তাদের দাবিগুলো মেনে না নিলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়। তাদের দাবি গুলো হলো-হলের পয়নিষ্কায়ন ব্যবস্থা ভাল করতে হবে, বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে, বাথরুম ও ওয়াশরুম ভাল করতে হবে, হাই স্পিড ওয়াইফাই ব্যবস্থা, রিডিং রুম, নেট রুম, ক্যান্টিন চালু করা, ডাইনিয়ে ভাল মানের খাবারের ব্যবস্থা প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, রোজার ছুটির শেষ হলেও একবারের জন্য হল প্রাধ্যক্ষ আসেনি। আবার ঠিকমত পরিচ্ছন্ন কর্মীরা না আসায় বাথরুমগুলোর বেহাল দশা হয়ে গেছে। যার জন্য আমরা সমস্যায় ভুগছি। এমনকি আজ পানি না থাকায় অনেকে নামাজ পরতেও পারেনি।
এসময় হল প্রধ্যাক্ষ এম আনিছুর রহমান তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বলেন, হলের পানি সমস্যাসহ অন্যান্য সমস্যার কথা শুনে চিফ ইজ্ঞিনিয়ার ও প্রো-ভিসিকে এ বিষয়ে অবগত করেছি। তারা অতি দ্রুত এসমস্যা সমাধান করবে বলে জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান শিক্ষার্থীদের বিক্ষোভের কথা শুনে কয়েকজন সহকারী প্রক্টরকে পাঠান। তবে তাঁরা পরিস্থিতি সামাল দিতে না পারায় প্রক্টর নিজেই ঘটনাস্থলে এসে সব সমস্যা পর্যবেক্ষণ করেন এবং হল সংস্কারের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
এ বিষয়ে প্রক্টর লুৎফর রহমান বলেন, ঘটনা শুনে আমি কয়েকজন সহকারী প্রক্টর পাঠাই। শিক্ষার্থীদের দাবি দাওয়া কি আছে তা শোনার জন্য। এরপর আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে তাদের সমস্যাগুলো দেখে এসেছি। তাদের সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলবো। পরে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তাছাড়াও হল প্রধ্যাক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য নির্দেশ দিয়েছি।